জিয়াউল হক বাপ্পি, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়ায় পেপার লেমিনেটেড জাতীয় পরিচয় পত্র বিতরণ ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২৪ অক্টোবর ছাগলনাইয়া পৌরসভা কার্যালয়ে পৌরসভার ১ থেকে ৬ নং ওয়ার্ডের ও ২৫ অক্টোবর ৭ থেকে ৯ নং ওয়ার্ডের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। পাঠাননগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২৮ ও ২৯ অক্টোবর, ঘোপাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৩০ অক্টোবর, মহামায়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৩১ অক্টোবর, রাধানগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১ নভেম্বর ও শুভপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৪ নভেম্বর বিতরণ করা হবে।২০১৪ সাল থেকে ২০১৭ সালে নিবন্ধনকৃত ভোটারদেরকে পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। উল্লেখ্য এটি স্মাট কার্ড নয়। জাতীয় পরিচয়পত্র গ্রহনের সময় ভোটারগণকে অবশ্যই নিবন্ধন স্লিপ আনতে হবে।
ছাগলনাইয়ায় জেএসসি ও জেডিসি পরীক্ষার সুষ্ঠুভাবে গ্রহণের প্রস্তুতি সভা
জিয়াউল হক বাপ্পি, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়ায় জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রস্ততিসভা করা হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ইউএনও শাহিদা ফাতেমা চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জিন্নাহ, সহকারি শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া, অধ্যক্ষ হোসাইন আহাম্মদ ভুঁঞা, আনোয়ার হোসেন পাটোয়ারি, প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, হাবিবুর রহমান পাটোয়ারি, ওমর ফারুক প্রমুখ। আগামী ১ নভেম্বর থেকে সারাদেশে একযোগে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হবে।