পুঠিয়া প্রতিনিধি : পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বুধবার সকালে স্থানীয় সাংবাদিকদের নিয়ে রাজশাহী জেলা তথ্য অফিস প্রেস ব্রিফিং অনুষ্টিত হয়েছে।
সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, ভিশন-২০২১, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে বৃহস্পতিবার বিকাল ৩ টায় বানেশ্বর কাচারী মাঠে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনের প্রস্তুতি হিসাবে এই প্রেস ব্রিফিং করা হয়েছে।
জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা সহকারী তথ্য অফিসার আব্দুল আহাদের সন্চালনায় প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ। উপজেলা বরেন্দ্র ইন্জিনিয়ার সেলিম রেজা, পুঠিয়া প্রেস ক্লাবের সভাপতি হাসমতদৌলা(দৈনিক ইত্তেফাক), জাতীয় সাংবাদিক সংস্থা, পুঠিয়া উপজেলা শাখার সেক্রেটারি মোঃ মেহেদী হাসান,(দৈনিক সানশাইন). মইদুল ইসলাম মধু(ভোরের কাগজ, আঃ রহমান (উত্তরা প্রতিদিন) মাহাফুজুর রহমান তুহিন(দৈনিক অধিকার), কে,এম,রেজা(যুগান্তর), শাহানেওয়াজ (দৈনিক আমাদের নতুন সময়) উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বিজয় ঘোষ, সাধারণ সম্পাদক বজলুর রশিদ, কোষাধ্যক মোহাম্মদ আলী, নির্বাহী সদস্য মিলন কুমার ও আকাশ প্রমূক। সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, ভিশন-২০২১, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে আলোচনা-পর্যলোচনা করা হয়।