এশিয়ানবার্তা: ইতিমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা ডায়নামাইটস দলপতি সাকিব আল হাসান। ফলে, কিছুক্ষণের মধ্যে ব্যাটিং করতে নামবে রংপুর রাইডার্স।
ঢাকা ডাইনামাইটস একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক) উপুল থারাঙ্গা, সুনীল নারাইন, রনি তালুকদার, , নুরুল হাসান, কিরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভগতা হোম, মাহমুদুল হাসান, কাজী ওনিক, রুবেল হোসেন
রংপুর রাইডাস একাদশ: মাশরাফি বিন মুর্তজা ক্রিস গেইল, মেহেদী মারুফ, মোহাম্মদ মিঠুন, রীলি রসাউ, রবি বোপারা, বেনি হাওয়েল, নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, সোহাগ গাজী, , শফিউল ইসলাম, নাজমুল ইসলাম, শহীদুল ইসলাম , মিনহাজুল আবদীন আফ্রিদি, নাদিফ চৌধুরী