আদমদদীঘি (বগুড়া) সংবাদদাতা ঃ আদমদীঘির বিভিন্ন গ্রামে গত শুক্রবার একই দিনে পানিতে ডুবে এক শিশু ও বিদ্যুৎস্পর্শে দুই গৃহ নির্মান মিস্ত্রীর মৃত্যু। এসব ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি ওয়াহেদুজ্জামান জানান।।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার সকাল ১০টায় আদমদীঘির নিমকুড়ি গ্রামের গৃহনির্মান মিস্ত্রী রনি (৩০) চাটখইর গ্রামের মাওঃ রফিকুল ইসলাম লালুর বাসার ছাদে কাজ দেখতে গেলে পল্লী বিদ্রুতের টানা বৈদ্যতিক তারের সাথে স্পর্শে ও বেলা ১১টায় কাশিমিলা গ্রামের রড মিস্ত্রী শুকচান মিয়া (২১) রথবাড়ি এলাকার গোলাম মোস্তফার বাসায় রডের কাজ করার সময় উভয় বিদ্যুৎ স্পর্শে মারা যায়। এছাড়া সকাল ১০টায় দমদমা গ্রামের জাহাঙ্গীর আলমের দুই বছরের শিশুকন্যা নুসরাত বাড়ীর পার্শ্বের পুকুরে অজান্তে পড়ে পানিতে ডুবে যায়্। খোঁজাখুঁজির কিছুপর প্রতিবেশিরা পুকুরের পানিতে প্রায় ভাসমান অবস্থায় তাকে দেখতে পেয়ে দ্রুত নওগাঁ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশু নুসরাতকে মৃত ঘোষনা করেন। এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া পড়েছে।